Saturday, 4 October 2014

শুভ বিজয়া

যদিও কোনো লাজুককিশোর আর কড়া নাড়েনা ‘কাকিমা’-কে নমস্কারের ছলে সে বাড়ির সদ্যকিশোরীর একঝলক পেতে, সেইসব অমৃত-ঘুগনি, চন্দ্রপুলি, কুচোনিমকি তৈরী হয়না পাড়ার প্রায়-অচেনা নতুন প্রতিবেশীদের আদর-আপ্যায়নে, পেস্তা-কাজু-মাখাসন্দেশের খোশবাই ছড়ানো সিদ্ধির মায়ানেশা আর জন্ম দেয়না ভাসাননাচের নতুন ‘স্টেপস্’ - তবু আজ বিজয়া দশমীর পালা। 'পরের বছর আসতেই হবে' প্রমিস করিয়ে, কান্নাচেপে, ঘরের মেয়েকে নদীপথে ফেরত পাঠাবার দিন। সময়মত পৌঁছলো কিনা, রাস্তায় ছেলেমেয়েগুলোর শরীর ঠিক ছিল কিনা, জানার উপায়ও নেই!

  তবু যেতেই হয়। তাই, আজকের এই বিষাদসুর, বিদায়ঢাক, উতল হাওয়া, এলোমেলো নাচ, ফোকাসআলো, মিষ্টিকণা, উমারানির জন্য...

  শুভ বিজয়া...

No comments:

Post a Comment